স্টাফ রিপোর্টার : যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নির্দেশে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ছাত্রলীগ নেতা গালিব হাসান সার্থকের উদ্যোগে মঙ্গলবার (১৪ জুন) সকালে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিভিন্ন বনজ, ফলদ ও ওষুধি গাছ রোপণ করে সংগঠনের নেতাকর্মীরা।
বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু এই কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন।
বৃক্ষরোপণের আগে চট্টগ্রামের সীতাকুাণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় কলেজ অধ্যক্ষ মিহির সাহা, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক, ক্রীড়া শিক্ষক গিয়াস উদ্দীন হিরাসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।