Warning: Undefined array key "options" in /home/charidik/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 93
‘হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে’ – চারিদিক
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, সকাল ৯:৩৫
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪,সকাল ৯:৩৫

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২৩,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৮:৫০ pm

ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শোক র‌্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা,বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ও যুব ঋণ বিতরণ।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ, পাগলা থানার ওসি রাজু আহমেদ সহ জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্য নায়ক ছিলেন জিয়াউর রহমান। তেমনি ২১ আগস্ট হত্যা কান্ডের নায়ক তারেক রহমান। হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির জন্ম হয়েছে।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্তদের আর্থিক ঋনের চেক বিতরণ, উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে হুইল চেয়ার ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া,মিলাদ ও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় তিনশ স্পটে গণভোজের আয়োজন করা হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২৩,

৮:৫০ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp