মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, রাত ১২:১১
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪,রাত ১২:১১

শিল দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করল পাষন্ড ছেলে

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

১৭ ফেব্রুয়ারি, ২০২৩,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

২:৫৫ pm

বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বৃদ্ধ বাবা মতিউর রহমান হাওলাদার (৭৫)। টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে মশলা পেষা শিল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বাবাকে হত্যা করেন পাষন্ড ছেলে আলাউদ্দিন (৩৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামে।

স্বামীকে মারতে দেখে এগিয়ে গেলে মা হনুফা বেগমকেও (৬৫) হত্যার উদ্দেশে তেড়ে যান আলাউদ্দিন। একপর্যায় দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি। ঘাতক আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তার বাবার কাছে টাকা চান আলাউদ্দিন। কিন্তু বাবা টাকা দিতে রাজি না হওয়ায় রান্না ঘর থেকে মশলা পেষা শিল এনে তার বাবার মাথা, হাত ও পায়ে আঘাত করেন। এতে ঘটনাস্থালেই মারা যান মতিউর রহমান। এসময় খবর পেয়ে স্থানীয়রা ছুঁটে গিয়ে ঘাতক ছেলে আলাউদ্দিনকে আটক করে বেধে রাখেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।

উত্তর রাজাপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন খান, প্রতিবেশী নুরুল হক বুলবুল ও লতিফ সরদার জানান, আলাউদ্দিন আলাদা বাড়ি করার জন্য বাবার কাছে টাকা চেয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এছাড়া নিজে বিয়ে করার জন্যও মা-বাবাকে চাপ দিচ্ছিলেন। কিন্তু তার এসব দাবি মেনে না নেওয়ায় ক্ষোভে বাবাকে হত্যা করতে পারে বলে তাদের ধারণা।

নিহতের বড় ছেলে আবুল বাশার হাওলাদার জানান, তার ভাইয়ের নামে হত্যা মামলা দায়ের করবেন। বাবার হত্যাকারী ভাইয়ের বিচার দাবি করেন তিনি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, নিহতের মাথা, হাত, পায়ে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মেঝে থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত দুই বছর আগে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামালের মা হোসনেয়ারা বেগমের একটি পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেন এই আলাউদ্দিন। সেই ঘটনায় শরণখোলা থানায় মামলা রয়েছে তার বিরুদ্ধে।

 

Related Posts

শিল দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করল পাষন্ড ছেলে

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

১৭ ফেব্রুয়ারি, ২০২৩,

২:৫৫ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বৃদ্ধ বাবা মতিউর রহমান হাওলাদার (৭৫)। টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে মশলা পেষা শিল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বাবাকে হত্যা করেন পাষন্ড ছেলে আলাউদ্দিন (৩৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামে।

স্বামীকে মারতে দেখে এগিয়ে গেলে মা হনুফা বেগমকেও (৬৫) হত্যার উদ্দেশে তেড়ে যান আলাউদ্দিন। একপর্যায় দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি। ঘাতক আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তার বাবার কাছে টাকা চান আলাউদ্দিন। কিন্তু বাবা টাকা দিতে রাজি না হওয়ায় রান্না ঘর থেকে মশলা পেষা শিল এনে তার বাবার মাথা, হাত ও পায়ে আঘাত করেন। এতে ঘটনাস্থালেই মারা যান মতিউর রহমান। এসময় খবর পেয়ে স্থানীয়রা ছুঁটে গিয়ে ঘাতক ছেলে আলাউদ্দিনকে আটক করে বেধে রাখেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।

উত্তর রাজাপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন খান, প্রতিবেশী নুরুল হক বুলবুল ও লতিফ সরদার জানান, আলাউদ্দিন আলাদা বাড়ি করার জন্য বাবার কাছে টাকা চেয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এছাড়া নিজে বিয়ে করার জন্যও মা-বাবাকে চাপ দিচ্ছিলেন। কিন্তু তার এসব দাবি মেনে না নেওয়ায় ক্ষোভে বাবাকে হত্যা করতে পারে বলে তাদের ধারণা।

নিহতের বড় ছেলে আবুল বাশার হাওলাদার জানান, তার ভাইয়ের নামে হত্যা মামলা দায়ের করবেন। বাবার হত্যাকারী ভাইয়ের বিচার দাবি করেন তিনি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, নিহতের মাথা, হাত, পায়ে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মেঝে থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত দুই বছর আগে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামালের মা হোসনেয়ারা বেগমের একটি পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেন এই আলাউদ্দিন। সেই ঘটনায় শরণখোলা থানায় মামলা রয়েছে তার বিরুদ্ধে।

 

Related Posts