Warning: Undefined array key "options" in /home/charidik/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 93
মধুখালির তিন ইউপিতে আ.লীগের মনোনয়ন পেলেন যারা – চারিদিক
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, রাত ৮:২৬
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪,রাত ৮:২৬

২৭ জুন, ২০২২,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৪:০৮ pm

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালি উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ৩ নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ডুমাইন ইউনিয়নে খুরশিদ আলম মাসুম, মেগচামী ইউনিয়নে হাসান আলী খান ও আড়পাড়ায় আরমান হোসেন বাবু মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ জুন) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, মধুখালি উপজেলা ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এর আগে ৮টি ইউনিয়নে মেয়াদ শেষ হওয়ায়নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২৮ জুলাই বাকি তিন ইউনিয়ন ডুমাইন, মেগচামী ও আড়পাড়ায় ভোট গ্রহণ হওয়ার কথারয়েছে। ইতিমধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছে প্রার্থীরা।

দলীয় মনোনয়ন প্রাপ্ত ডুমাইনে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলম মাসুম, মেগচামীতে মধুখালী উপজেলা কৃষকলীগের সদস্য বর্তমান চেয়ারম্যান হাসান আলী খান ও আড়পাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন বাবু।

প্রসঙ্গত, গত ২০১৭ সালের ১৬ এপ্রিল এসব ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হওয়ায় আগামী ২৮ জুলাই উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।আজ সোমবার (২৭ জুন) চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়ন সংগ্রহের শেষ দিন ছিল।

২৭ জুন, ২০২২,

৪:০৮ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp