Warning: Undefined array key "options" in /home/charidik/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 93
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শতাধিক প্রতিবন্ধী – চারিদিক
শুক্রবার, ১৭ মে ২০২৪, রাত ২:১৪
শুক্রবার, ১৭ মে ২০২৪,রাত ২:১৪

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

২১ ফেব্রুয়ারি, ২০২৩,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৫:২৩ pm

বাগেরহাটের শরণখোলায় আলাদাভাবে এই প্রথমবার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাধারণ মানুষের পাশাপাশি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই প্রতিবন্ধীরা।

অমর একুশের দ্বিতীয় প্রহরে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রতিবন্ধীরা কেউ হুইল চেয়ারে, কেউ সাদাছড়ি হাতে, কেউ ক্র্যাচে ভর করে আবার কেউ অন্যের সহযোগীতায় জড়োন হন উপজেলার সদরের রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।

শরণখোলায় কর্মরত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপসেন্ট (সিডিডি) প্রতিবন্ধীরদের একত্রিত করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন করে। এই আয়োজনে সংস্থার জার্মান প্রতিনিধি মার্টিন কার্টসম্যানসহ সিডিডির ডেপুটি ডাইরেক্টর ব্রজ গোপাল সাহা, ফিল্ড কো-অর্ডিনেটর ডোনি বিশ্বাস,এলিচ অরুন মজুমদার ও ইমরান খান অংশগ্রহন করেন।

হুইল চেয়ারে করে শহীদ মিনার চত্বরে আসা শারিরীক প্রতিবন্ধী মো. আবুল কালাম ও আব্দুস ছবুর বলেন, আমরা কোনোদিন শহীদ মিনারে ফুল দিতে আসিনাই। জীবনে এই প্রথমবার শহীদদের শ্রদ্ধা জানাইতে পাইরা আমরা নিজেগো গর্বিত মনে করছি। আমরা প্রত্যেকটা দিবসে এইরকম শ্রদ্ধা জানাইতে চাই।

জার্মান প্রতিনিধি মার্টিন কার্টসম্যান তার অনুভুতি প্রকাশ করে বলেন, বিভিন্ন কমিউনিটি থেকে আসা প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের সাধারণ মানুষের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখে খুব ভাল লেগেছে। এধরণের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। এ জন্য আয়োজক ও প্রতিবন্ধীদের সবাইকে ধন্যবাদ জানাই।

 

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

২১ ফেব্রুয়ারি, ২০২৩,

৫:২৩ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp