মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, রাত ৪:২৪
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪,রাত ৪:২৪

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন সাংবাদিক

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনা

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

৯ জুলাই, ২০২২,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

২:১৪ পূর্বাহ্ণ

ফরিদপুরের বোয়ালমারীতে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন জসীম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সামান্য আহত হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জসীম বোয়ালমারী উপজেলায় দৈনিক গণমুক্তির পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়ন থেকে সংবাদ সংগ্রহের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে

বোয়ালমারী-মোহাম্মদপুর সড়ক দিয়ে বোয়ালমারী আসার পথে ময়না বাবর বিশ্বাসের দোকানের সামনে এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উপর পড়ে যায়। এ সময় মাথায় মারাত্মক আঘাত পাওয়া মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেন ও আরোহীকে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন জসিমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহতের লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকা এবং বিনা ময়না তদন্তে লাশের আবেদন করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছেলে বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

Related Posts

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন সাংবাদিক

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনা

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

৯ জুলাই, ২০২২,

২:১৪ পূর্বাহ্ণ

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ফরিদপুরের বোয়ালমারীতে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন জসীম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সামান্য আহত হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জসীম বোয়ালমারী উপজেলায় দৈনিক গণমুক্তির পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়ন থেকে সংবাদ সংগ্রহের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে

বোয়ালমারী-মোহাম্মদপুর সড়ক দিয়ে বোয়ালমারী আসার পথে ময়না বাবর বিশ্বাসের দোকানের সামনে এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উপর পড়ে যায়। এ সময় মাথায় মারাত্মক আঘাত পাওয়া মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেন ও আরোহীকে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন জসিমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহতের লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকা এবং বিনা ময়না তদন্তে লাশের আবেদন করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছেলে বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

Related Posts