Warning: Undefined array key "options" in /home/charidik/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 93
নিয়মরক্ষার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল – চারিদিক
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, দুপুর ২:০২
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪,দুপুর ২:০২

স্পোর্টস ডেস্ক

২ ডিসেম্বর, ২০২২,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৭:০৮ pm

টানা দুই জয়ে আগেই কাতার বিশ্বকাপের শেষ ষোলেতে ওঠা নিশ্চিত হয়েছে ব্রাজিলের। তাই গ্রুপ পর্বে ক্যামরুনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। সে লড়াইয়ে বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত ১টায় নামছে তিতের শিষ্যরা।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের পথচলার শুরুটা হয়েছিল সার্বিয়াকে হারিয়ে। পরের ম্যাচে দলটি জেতে সুইজারল্যান্ডের বিপক্ষে। তাই আজকে ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচটি ব্রাজিলের কাছে একপ্রকার নিয়মরক্ষারই। তবে সতর্ক ব্রাজিল। নেইমারের মতো চোট যাতে আর অন্য কোনও হেভিওয়েট খেলোয়াড়ের না লাগে সেকেন্ড রাউন্ডের আগে, তাই এই ম্যাচটিতে নতুনদের বেশি করে সুযোগ দেওয়া হবে বলেই জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। রদ্রিগো কিংবা গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো ফুটবলাররা তাদের প্রথম বিশ্বকাপে মাঠে নামতে পারেন ক্যামেরুনের বিরুদ্ধেই।

আজকের ম্যাচেও নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কা আছে ব্রাজিলের। এ ব্যাপারে দলটির কোচ তিতে বলেছেন, ‘নেইমারের ব্যাপারে টিম ডাক্তার একমাত্র বলতে পারবেন। তবে বেশ কিছু ফুটবলারের ভাইরাল জ্বরের জন্যও তাদের বিশ্রাম দিতে হচ্ছে।’

এদিকে অধিনায়কত্বের সম্মান পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন দানি আলভেজ। ক্যামেরুন ম্যাচে আগে তিনি বললেন, ‘ব্রাজিলের জার্সি পরে খেলার সুযোগ পাওয়াটাই গর্বের। নিজের সেরাটা দিয়ে দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করব।’

অন্যদিকে, লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে রীতিমত বেকায়দায় ক্যামেরুন। সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই ১ গোলে হেরে যায় আফ্রিকান সিংহরা। সার্বিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে পিছিয়ে থেকে যখন হেরে যাওয়ার উপক্রম হয়েছিল রিগোবার্ত সং-এর দলের, সেইসময়ই ভিনসেন্ট আবুবকর ও এরিক ম্যাক্সিমের দৌলতে ম্যাচে ফেরে ক্যামেরুন। যার শুরুটা হয়েছিল জঁ চার্লস ক্যাস্টেলেত্তোর গোলের মাধ্যমে।

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর এই প্রথমবার বিশ্বকাপে গ্রুপ লিগে তাদের প্রথম দুটি ম্যাচে পরপর জয় পেয়ে সেকেন্ড রাউন্ডে যাওয়ার পথ সুনিশ্চিত করেছ ব্রাজিল। সমর্থকদের আশা, ব্রাজিলের এই বিজয়রথ অব্যাহত থাকবে।

স্পোর্টস ডেস্ক

২ ডিসেম্বর, ২০২২,

৭:০৮ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp