মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, রাত ৪:৩০
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪,রাত ৪:৩০

দারিদ্রতা মুছতে স্বেচ্ছাসেবী সংগঠনের ছাগল দান

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)

৪ মার্চ, ২০২৩,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৯:১২ pm

‘সবাই মিলে শক্ত হাতে রুখব মোরা দারিদ্রকে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে দারিদ্রতা দূর করতে অসহায় নারী পুরুষের মাঝে ছাগল বিতরণ করেছে ‘আলোর পথে’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বিকেলে খেদাপাড়া পল্লিমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১০ গ্রামের দশ জনকে এ সহায়তা দেওয়া হয়।

ছাগল পাওয়া ১০ ব্যক্তি হলেন, খড়িঞ্চি গ্রামের কৃষ্ণপদ, মনোহরপুর গ্রামের রেবেকা খাতুন, তেঁতুলিয়া গ্রামের ভারতী রানী, জুড়ানপুর গ্রামের শফিয়ার মোল্যা, গাঙ্গুলিয়া গ্রামের ছবিতা বেগম, কোদলাপাড়া গ্রামের

জরিনা খাতুন, গালদা গ্রামের ইসমাইল হোসেন, ডুমুরখালী গ্রামের রুব্বান বেগম, শৈলি গ্রামের আনোয়ারা বেগম ও সালামতপুর গ্রামের রবিউল ইসলাম।

ছাগল পেয়ে অনুভূতি জানিয়েছেন কৃষ্ণপদ। তিনি বলেন, অভাবের সংসার। কাজ করতে পারিনে অনেকদিন। খুব কষ্টে চলে। একটা ছাগল (মায়া) দেছে। আমি খুব খুশি হইছি। এ ছাগল পুষে বাচ্চা হলে সেখান থেকে একটা বাচ্চা সংগঠনে দিতে বলেছে। সে ছাগল আমার আমার মত গরিবরে দেবে।

ছাগল বিতরণ অনুষ্ঠানে আলোর পথে সংগঠনের সহ সভাপতি সাগর আল মামুন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, উপদেষ্টা সদস্য আতাউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা পারভীন লাকি, প্রচার সম্পাদক আবু রাসেল ও হাসানুল কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর কবীর লাচ্চু, সদস্য আলমগীর কবীর, শরিফুল ইসলাম, আবু তালহা, হাবিবুর রহমান,অনুপ কৃষ্ণ গোস্বামী, মিলন চ্যাটাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সহ সভাপতি সাগর আল মামুন বলেন, ‘২০১৯ সাল থেকে আলোর পথে দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করছে। সদস্যদের মাসিক অনুদানে ৫২ হাজার টাকা খরচ করে ১০ জন দুস্থ নারী পুরুষকে আজ ছাগল দিয়েছি। আগামীতে আরো ৩০ জনকে ছাগল দেওয়ার উদ্যোগ আছে।’

সাগর আল মামুন আরো বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরে ৫০০ দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হবে। উপজেলার ৪০টি গ্রাম থেকে আমাদের ২১৭ জন সদস্য স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। প্রবাসে থাকা কিছু সদস্য আর্থিক অনুদান দেন। এভাবে কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগে।’

Related Posts

দারিদ্রতা মুছতে স্বেচ্ছাসেবী সংগঠনের ছাগল দান

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)

৪ মার্চ, ২০২৩,

৯:১২ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

‘সবাই মিলে শক্ত হাতে রুখব মোরা দারিদ্রকে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে দারিদ্রতা দূর করতে অসহায় নারী পুরুষের মাঝে ছাগল বিতরণ করেছে ‘আলোর পথে’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বিকেলে খেদাপাড়া পল্লিমঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১০ গ্রামের দশ জনকে এ সহায়তা দেওয়া হয়।

ছাগল পাওয়া ১০ ব্যক্তি হলেন, খড়িঞ্চি গ্রামের কৃষ্ণপদ, মনোহরপুর গ্রামের রেবেকা খাতুন, তেঁতুলিয়া গ্রামের ভারতী রানী, জুড়ানপুর গ্রামের শফিয়ার মোল্যা, গাঙ্গুলিয়া গ্রামের ছবিতা বেগম, কোদলাপাড়া গ্রামের

জরিনা খাতুন, গালদা গ্রামের ইসমাইল হোসেন, ডুমুরখালী গ্রামের রুব্বান বেগম, শৈলি গ্রামের আনোয়ারা বেগম ও সালামতপুর গ্রামের রবিউল ইসলাম।

ছাগল পেয়ে অনুভূতি জানিয়েছেন কৃষ্ণপদ। তিনি বলেন, অভাবের সংসার। কাজ করতে পারিনে অনেকদিন। খুব কষ্টে চলে। একটা ছাগল (মায়া) দেছে। আমি খুব খুশি হইছি। এ ছাগল পুষে বাচ্চা হলে সেখান থেকে একটা বাচ্চা সংগঠনে দিতে বলেছে। সে ছাগল আমার আমার মত গরিবরে দেবে।

ছাগল বিতরণ অনুষ্ঠানে আলোর পথে সংগঠনের সহ সভাপতি সাগর আল মামুন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, উপদেষ্টা সদস্য আতাউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা পারভীন লাকি, প্রচার সম্পাদক আবু রাসেল ও হাসানুল কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর কবীর লাচ্চু, সদস্য আলমগীর কবীর, শরিফুল ইসলাম, আবু তালহা, হাবিবুর রহমান,অনুপ কৃষ্ণ গোস্বামী, মিলন চ্যাটাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সহ সভাপতি সাগর আল মামুন বলেন, ‘২০১৯ সাল থেকে আলোর পথে দরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করছে। সদস্যদের মাসিক অনুদানে ৫২ হাজার টাকা খরচ করে ১০ জন দুস্থ নারী পুরুষকে আজ ছাগল দিয়েছি। আগামীতে আরো ৩০ জনকে ছাগল দেওয়ার উদ্যোগ আছে।’

সাগর আল মামুন আরো বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরে ৫০০ দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হবে। উপজেলার ৪০টি গ্রাম থেকে আমাদের ২১৭ জন সদস্য স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। প্রবাসে থাকা কিছু সদস্য আর্থিক অনুদান দেন। এভাবে কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগে।’

Related Posts