Warning: Undefined array key "options" in /home/charidik/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 93
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদলের ৩১তম শাহাদাৎবার্ষিকী মঙ্গলবার – চারিদিক
শুক্রবার, ১৭ মে ২০২৪, রাত ১:৩৯
শুক্রবার, ১৭ মে ২০২৪,রাত ১:৩৯

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

৮ জানুয়ারি, ২০২৪,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

১০:১৬ pm

৯ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাটের শরণখোলার কৃতি সন্তান শহীদ মনিরুজ্জামান বাদলের ৩১তম শাহাদাৎ বার্ষিকী। দিবসটি পালনে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে স্মরণসভাসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। শহীদ মনিরুজ্জামান বাদল ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহচর।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা, বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
দলীয় সূত্রে জানিয়েছে, কর্মসূচীর মধ্যে রয়েছে কালোব্যাচ ধারণ, সকাল ১০টায় রায়েন্দা বাজারের মুক্তিযোদ্ধা কবরস্থানে শহীদ বাদলের কবরে প্রধান অতিথির শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং পূর্বমাথায় বাদলের বাসভবন চত্বরে স্মরণসভা ও দোয়া অুনষ্ঠান।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহসভাপতি মো. রায়হান উদ্দিন শান্ত, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য,১৯৯২ সালের ৯জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রভাবশালী ছাত্রনেতা (সাংগঠনিক সম্পাদক) মনিরুজ্জামান আততায়ী গুলিতে মাহাদাৎ বরণ করেন। ওইদনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে কতিপয় দুষ্কৃতকারী মনিরুজ্জামান বাদলকে মঞ্চ থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে শামসুন্নাহার হলের সামনে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে ঘাতকরা।

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)

৮ জানুয়ারি, ২০২৪,

১০:১৬ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp