মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, রাত ১২:২৬
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪,রাত ১২:২৬

খেলনা পিস্তলসহ ১০ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার

৩০ নভেম্বর, ২০২২,

Share on facebook
Share on twitter
Share on whatsapp

৮:২৩ pm

যশোরে একাধিক ডাকাতির ঘটনায় এক নারীসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকে বুধবার (৩০ নভেম্বর) ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল জেলার আরজ আলী (৪৫), রুবেল সরদার, নাদিম মাহমুদ (২৭), ওয়াহিদ মোল্লা (৪০), শাহ আলী ওরফে বাবু (৩৮), খুলনার ওহিদ মোল্লা (৪০), আফরোজা (৩২), সুনাম বিশ্বাস (৩২), গোপালগঞ্জের তারিকুল ইসলাম (৩২), সবুজ কাজী (৩৬) এবং বোরহান সরদার (৩৫)।

যশোর ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইলের কোতোয়ালি ও কালিয়া থানায় এবং খুলনার তেরখাদা থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের এ সকল সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত চার ভরি ১১ আনা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ ২২ হাজার টাকাসহ ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল, মাস্টার কি (নকল চাবি), দা, রড, খেলনা পিস্তল জব্দ করা হয়।

তিনি আরও জানান, যশোরের বাঘারপাড়া, কোতোয়ালি, অভয়নগর ও মণিরামপুর এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় মাঠে নামে ডিবির একাধিক টিম। বাঘারপাড়ার করিমপুরে আরাফাতের বাড়িতে সম্প্রতি ডাকাতির ঘটনার সূত্র ধরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বাঘারপাড়া তিন দিনে চার ঘটনা, কোতোয়ালি থানাধীন তপস্বীডাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে একাধিক খুনসহ ডাকাতি ও চুরির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, যশোরে থাকা তাদের সদস্যদের মাধ্যমে আগে বাড়ি শনাক্ত করত, পরে সবাই একত্রিত হয়ে বিভিন্ন বাড়িতে ডাকাতি করত।

Related Posts

খেলনা পিস্তলসহ ১০ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার

৩০ নভেম্বর, ২০২২,

৮:২৩ pm

Share on facebook
Share on twitter
Share on whatsapp

যশোরে একাধিক ডাকাতির ঘটনায় এক নারীসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকে বুধবার (৩০ নভেম্বর) ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল জেলার আরজ আলী (৪৫), রুবেল সরদার, নাদিম মাহমুদ (২৭), ওয়াহিদ মোল্লা (৪০), শাহ আলী ওরফে বাবু (৩৮), খুলনার ওহিদ মোল্লা (৪০), আফরোজা (৩২), সুনাম বিশ্বাস (৩২), গোপালগঞ্জের তারিকুল ইসলাম (৩২), সবুজ কাজী (৩৬) এবং বোরহান সরদার (৩৫)।

যশোর ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইলের কোতোয়ালি ও কালিয়া থানায় এবং খুলনার তেরখাদা থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের এ সকল সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত চার ভরি ১১ আনা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ ২২ হাজার টাকাসহ ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল, মাস্টার কি (নকল চাবি), দা, রড, খেলনা পিস্তল জব্দ করা হয়।

তিনি আরও জানান, যশোরের বাঘারপাড়া, কোতোয়ালি, অভয়নগর ও মণিরামপুর এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় মাঠে নামে ডিবির একাধিক টিম। বাঘারপাড়ার করিমপুরে আরাফাতের বাড়িতে সম্প্রতি ডাকাতির ঘটনার সূত্র ধরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বাঘারপাড়া তিন দিনে চার ঘটনা, কোতোয়ালি থানাধীন তপস্বীডাঙ্গায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে একাধিক খুনসহ ডাকাতি ও চুরির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, যশোরে থাকা তাদের সদস্যদের মাধ্যমে আগে বাড়ি শনাক্ত করত, পরে সবাই একত্রিত হয়ে বিভিন্ন বাড়িতে ডাকাতি করত।

Related Posts