বরগুনার আমতলীতে কাঠ বোঝাই টমটম উল্টে আবু তালেব (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে
উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাঠ বোঝাই করে একটি টমটম ব্রীজে উঠছিল।এ সময় টমটমটি উল্টে শ্রমিক আবু তালেবকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় ‘স’ মিলের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।