ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের জন্য ১৫টি ফ্যান উপহার দিয়েছেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তিনি ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমানের হাতে উপহারের সিলিং ফ্যান তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল সহ হাসপাতালের ডাক্তাররা।