বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে বাগেরহাটের শরণখোলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ, রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু হালদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
প্রতিযোগীতায় মোট ৩২টি ইভেন্টে উপজেলার ৩৭টি স্কুল ও মাদ্রাসার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।