বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা মোড়ে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে মুদি, মিষ্টি, অষুধের দোকানসহ কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসেরনদুটি ইউনিট ও স্থনীয় শত শত মানুষ প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে রাত ১১টার দিকে বৃষ্টি শুরু হলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে পাঁচরাস্তা মোড়ের একটি মিষ্টির দোকান থেকে প্রথমে ধোয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেিয়া হয়। কিন্তু কাছাকাছি পানি না থাকায় আগুনের লেলিহান ভয়াবহ আকার ধারণ করে।
শরণখোলা ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, স্থানীয়দের সহযোগীতায় এবং সময়মতো বৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের উৎস এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা সম্ভব হয়নি। আগুন নেভাতে গিয়ে ১০থেকে ১৫ জন আহত হয়েছে। তাদেরকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকান্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয় শত শত মানুষ আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। তবে বৃষ্টিপাতের ফলে আগুন নিয়ন্ত্রণ সহজ হয়েছে। কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনি বলা সম্ভব হচ্ছে না।