ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য নতুন প্রজন্মের শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রোববার এ তথ্য জানিয়েছেন।
মেদভেদেভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, ‘আমরা ধ্বংস করতে সক্ষম এমন সবচেয়ে শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়িয়ে দিচ্ছি। নতুন নীতির ওপর ভিত্তি করে তৈরি করা অস্ত্রও এর অন্তর্ভূক্ত।’
তিনি বলেন, ‘আমাদের শত্রু কেবল আমাদের নিজস্ব মালোরোসিয়ার কিয়েভ প্রদেশেই খনন করেনি। তারা ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও অনেক জায়গায় নাৎসিদের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছে।’
‘মালোরোসিয়া’ শব্দটি ব্যবহার করে আধুনিক ইউক্রেনের অঞ্চলগুলো বর্ণনা করেছেন মেদভেদেভ। এই অঞ্চলগুলো জার শাসনামলে রুশ সাম্রাজ্যের অংশ ছিল।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়া নতুন ধরনের অস্ত্রের উন্নয়ন করছে। এগুলোর মধ্যে হাইপারসনিক অস্ত্রও রয়েছে।