ফরিদপুরের বোয়ালমারীতে শাহীন আলম (২৬) নামে এক যুবক নিজের পুরুষাঙ্গ হারিয়েছেন বলে জানা গেছে। তবে ওই যুবকের পুরুষাঙ্গ হারানোর বিষয়টি রহস্যেঘেরা। তবে কেউই এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া এলাকায় পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের ভিতরে এ ঘটনা ঘটেছে। পুরুষাঙ্গ হারানো ওই যুবক ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমির হোসেনের ছেলে। পুরুষাঙ্গ হারানো শাহীন পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজে সেলাই মেশিনের অপারেটর হিসেবে কাজ করেন।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহীন আলম পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিতরের একটি রুমে থাকেন। রোববার তার কোনো ডিউটি ছিলোনা। তাই তিনি রুমেই ছিলেন। হঠাৎ নিজ রুমের বাথরুমের ভিতরে তাহার চিৎকার শুনে পাশের রুমের লোকজন ছুটে আসেন। এ সময় বাথরুমের ভিতরে রক্তাক্ত অবস্থায় পুরুষাঙ্গ কর্তন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাময়িক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিভাবে পুরুষাঙ্গ হারালো তা তিনি (শাহীন) নিজেও বলছেনা বলে জানান হাসপাতালটির একাধিক চিকিৎসক।
এ ব্যাপারে পুরুষাঙ্গ হারানো ওই যুবকের একাধিক সহকর্মীসহ তার পরিবারের সাথে যোগাযোগ করা হলেও কেউ পুরুষাঙ্গ হারানোর ঘটনাটি জানাতে পারেনি।
জানতে চাইলে ওই যুবকের ভাই সাদিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বেলা ১২টার দিকে আমরা এ খবর পেয়েছি। আমরা ঢাকায় রওনা দিয়েছি। তবে কিভাবে পুরুষাঙ্গ হারালো আমার ভাই সে ঘটনা এখনো জানতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘আমার ভাইয়ের শনিবার এক বিকাশের দোকানে টাকা দেওয়া-নেওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি আমরা ফোন করে সমাধান করি। এছাড়া তিন-চার মাস আগে শাহীন বিয়ে করেন। তবে বউয়ের সাথে কোনো ঝামেলা নেই শাহীনের।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘পুরুষাঙ্গ কেন কর্তন করা হয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তিনি নিজেই এ কাজটি করেছে। বিষয়টি তদন্তধীন রয়েছে।’