যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শাহনেওয়াজ বনি (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে যশোর-চুকনগর সড়কের লাউড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বনি যশোর বেজপাড়া রানার অফিস মোড়ের বাসিন্দা। তিনি একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন।
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আশীষ বিশ্বাস বলেন, দুপুর ১টার দিকে চিনাটোলা বাজার এলাকার দিক থেকে মোটরসাইকেল চালিয়ে মনিরামপুর বাজারের দিকে আসছিলেন বনি। পথিমধ্যে লাউড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন বনি।
আশিষ বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে আনেন। পরে তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক উলফাত-আরা। সদর হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানার (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।