বুধবারের বিকেলটা খাজুরাবাসীর জন্য একটু অন্যরকম। কারণ ঘরোয়া ফুটবলের ফাইনালে মাঠে নেমেছে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা। নিশ্চয়ই অবাক হচ্ছেন? হবারই কথা। কিন্ত ঘটনাটি সত্যি নয়! এদিন আর্জেন্টিনা দলের জার্সি পরে মাঠে নেমেছিলো খাজুরা বাজার ফুটবল একাদশ। প্রতিপক্ষ চাপরাইল ফুটবল একাদশ পরেছিলো ফ্রান্স দলের জার্সি। এ রকম হাইভোল্ডেজ ম্যাচ দেখতে রীতিমতো ঢল নামে ফুটবলপ্রেমীদের। আর মাঠ জুড়ে ছিল সাজসাজ রব।
ঠিক এমনই আবহে যশোর সদর উপজেলার খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল গহেরপুর আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। গহেরপুর যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সদস্য ময়নুদ্দিন হোসেন ময়না।
বিকেল সাড়ে তিনটায় রেফারি লিটন বিশ্বাস বাঁশিতে ফুঁ দিতেই শুরু হয় দর্শক-সমর্থকদের উল্লাসধ্বনি। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ছিল মুর্হুমুহ আক্রমণ। কিন্তু নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলা সরাসরি ট্রাইব্রেকারে গড়ায়। খাজুরা বাজার ফুটবল একাদশ ৪-২ গোলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল ফুটবল একাদশকে হারায়। চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক বিজয় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এর আগে বিকেল তিনটায় বেলনু উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, যশোর পৌরসভার কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুর কবীর বিজু, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান, খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দীন, সাধারণ সম্পাদক দাউদ হোসেন, বন্দবিলার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, লেবুতলা যুবলীগের যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা রাফায়েত রিওন, তপু প্রমুখ।