যশোরের অভয়নগরে চলিশিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার রবিউল শেখের বিরুদ্ধে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে মারপিট ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত রুহুল আমিনের বাবা আব্দুল হাকিম বাদি হয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। গত শুক্রবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলা গ্রামে ঋষীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী আব্দুল হাকিম বলেন, ‘আমার ছেলের নামে ১০ টাকা কেজি দরের একটি চালের কার্ড দেওয়া হয়েছিল। কোন কারন ছাড়াই সেই কার্ড বাতিল করেন মেম্বার রবিউল শেখ। শুক্রবার দুপুরে আমার ছেলে রুহুল আমিন কার্ড বাতিলের কারণ জানতে চাইলে মেম্বার রবিউল তার উপর ক্ষিপ্ত হয়ে তাড়িয়ে দেন। এদিন রাত আনুমানিক সাড়ে ৭ টার মেম্বারের নেতৃত্বে কামরুজ্জামান, রেজাউল শেখ, সাগর শেখসহ স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েক নেতাকর্মী রুহুল আমিনের দোকানে হামলা চালায়। এসময় তারা রম্নহুল আমিনকে পিটিয়ে জখম করে এবং তার দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে আহত রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আমি নিজে বাদি হয়ে মেম্বারসহ উল্লেখিতদের সকলের নামে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছি।’
এ ব্যাপারে অভিযুক্ত মেম্বার রবিউল শেখ মারপিট ও টাকা লুটের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘তাদের আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।