নিজস্ব প্রতিবেদক, যশোর : করোনা মহামারীতে বিপর্যস্ত দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২২’-এ ভূষিত হয়েছেন সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা বৃহত্তর যশোরের কৃতি সন্তান কাজী আনিসুজ্জামান আরজু।
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে গত ২৪ জুন রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য বেগম মেহের আফরোজ চুমকী ও অধ্যক্ষ রওশন আরা, অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত এ মান্নান শহীদুল হারুন, সাবেক আইজিপি, এ কে এম শহিদুল হক, লায়ন মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক শেখ মায়া কবির, জহিরুল ইসলাম খোকন, আর কে রিপন, মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২২-এ ভূষিত করায় কাজী আনিসুজ্জামান আরজু সাউথ এশিয়া সোস্যাল এডুকেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।