বাগেরহাটের শরণখোলায় মাদক সেবনে বাধা দেওয়ায় নেহারুল হাওলাদার (৩৪) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে মাদক কারবারী দুই ভাই। ঘটনাটি ঘটেছে রোববার (১২ ফেব্রুয়ারি) সাকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে।
আহত কৃষক নেহারুল শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জানান, তাদের গ্রামের ওয়ারেজ আলী হাওলাদারের ছেলে জাহিদ (৩৫) ও হাসিব (৩০) দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ ব্যবসা করে আসছে। তার বাড়ির পাশে রফিকুল ইসলামের একটি পরিত্যক্ত বাড়িতে ওই দুইজন নিয়মিত মাদক সেবনসহ ব্যবসার আখড়া গড়ে তুলেছে। এতে ওই কৃষকের স্ত্রী মাঝে মধ্যে বাড়িতে একা থাকা অবস্থায় নিরাপত্তাহীনতায় ভোগেন। রোববার সকালে জাহিদ মাদক সেবন করতে ওই বাড়িতে আসলে তিনি তাকে বাধা দেন। জাহিদ এসময় মোবাইল ফোনে ভাই হাসিবকে ডেকে এনে তার উপর চড়াও হয়।
একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তার হাত ও ঘাড়ে জখম করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। এ ব্যপারে তিনি শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. কামাল হোসেন তালুকদার বলেন, জাহিদ ও হাসিব চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা একবার মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মো. ইকরাম হোসেন জানান, নেহারুল অভিযোগ করেছেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী মামলা নেওয়া হবে।