বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে যাত্রবাহি বাসের ধাক্কায় জব্বার শরীফ (৬০) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
রোববার (২৩ অক্টোবর) সকাল পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত জব্বার শরীফ উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের মৃত্যু কাসেম শরিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জব্বার শরিফ তাঁর রিক্সায় যাত্রী নিয়ে ছুড়িকাটা হয়ে আমতলী যাচ্ছিলেন। এ সময় কলাপাড়া থেকে ছেড়ে আসা ‘সাগর ক্লাসিক’ নামে (ঢাকা মেট্রো ব-১৪-৭৭৯৪) একটি যাত্রীবাহি লোকাল বাস রিক্সার পিছনে ধাক্কা দিলে রিক্সাটি একটি চলন্ত মোটরসাইকেলের উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রিক্সা চালক জব্বার শরিফ নিহত ও রিক্সার যাত্রী ফাহিমা (৪০) এবং মোটর সাইকেল চালক বাদল শরিফ (৫০) তার পুত্র বাকি বিল্লাহ (৮) গুরুত্বর আহত হয় ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আমতলী ট্রাফিক ইন্সেপেক্টর (টিআই) আব্দুল খালেকের নেতৃত্বে সার্জেন্ট আসাদ ও শাহআলম ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত রিক্সা চালকের মরদেহ উদ্ধার করে আমতলী থানায় আনা হয়েছে।