ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।
কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজাহারুল ইসলাম। উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহউদ্দিন পলাশের সভাপতিত্বে ও মাহমুদ হাসান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক আবুল কাসেম, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, যুগ্ম আহ্বায়ক আখেরুল ইমাম সোহাগ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার পৌরসভা ও পনেরো ইউনিয়নের সকল ইউনিটের নেতাকর্মীর উপস্থিতিতে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং নেতা কর্মীদের মধ্যে আগামী জাতীয় নির্বাচনের আমেজ তৈরি হয়। শেখ হাসিনার সরকার বারবার দরকার, গফরগাঁওয়ের মাটি বাবেল ভাইয়ের ঘাঁটি শ্লোগানে মুখরিত হয়ে উঠে প্রাঙ্গণ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, বসন্তের কোকিল থেকে সাবধান। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেই গাছে গাছে বসন্তের কোকিল কুহুকুহু ডাকতে শুরু করে। প্রাণী জগতে বসন্তের কোকিল হল স্বার্থপর একটা পাখি। নিজে বাসা তৈরি করে না চুরি করে কাকের বাসায় ডিম পাড়ে। জাতীয় নির্বাচনের সময় এমনই বসন্তের কোকিল আনাগোনা শুরু করে। অপপ্রচার চালিয়, ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রকারী বসন্তের কোকিলদের প্রতিহত করতে হবে যুবলীগকে। কারণ যুবলীগ হলো জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। স্মার্ট বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলায় ষড়যন্ত্রকারী বসন্তের কোকিলদের ঠাঁই নেই।