২০২২ ব্যাটালিয়ন ক্যাম্প, ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্ট, খুলনা ক্যাম্পটি তিন দিনের ছিল। এবারের ক্যাম্পটা ছিল ফায়ারিংয়ের ওপর। সুন্দরবন রেজিমেন্ট, খুলনায় ক্যাম্পটা শুরু হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় সহ স্থানীয় বিএম কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সরকারি কলেজ, বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, বরগুনা সরকারি কলেজ সহ মোট ১২টি প্রতিষ্ঠানের ৪ ক্যাডেট আন্ডার অফিসার সহ ১৫০ ক্যাডেট অংশ নিয়েছিল।
ক্যাম্পের নেতৃত্ব দেন ক্যাডেট আন্ডার অফিসার মো. কামরুজ্জামান, এস এম নাইমুল রহিম সাব্বির (ক্যাডেট এডজুটেন্ট), মিঠু চন্দ্র (বিএম কলেজ) ও মো. মাহফুজুর রহমান (ভোলা সরকারি কলেজ) এবং CSM হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট সার্জেন্ট মাহাবুবুর রহমান(ববি) সহ অন্যান্য সার্জেন্টরা।
ক্যাম্পের সমাপনী দিন আজ বৃহস্পতিবার অস্ত্র ফায়ারিং প্রতিযোগিতার ফলাফল এবং পুরস্কার বিতরণ করেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ (পিএসসি) ও রেজিমেন্ট এডজুটেন্ট স্কোয়াড্রন লিডার জহির আহমাদ।
অস্ত্র ফায়ারিং এ (শ্রেষ্ঠ ফায়ারার) প্রথম হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিইউও কামরুজ্জামান, ল্যান্স কর্পোরাল অনিকা ইসলাম রিমি দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন ক্যাডেট প্রান্ত দেবনাথ। এছাড়াও ছেলেদের মধ্যে দ্বিতীয় ও চতুর্থ এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিএম কলেজ।
ব্যাটালিয়ন ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের অভিন্দন জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্লাটুন কমান্ডার ও কোম্পানি কমান্ডার, ২/লেফটেন্যান্ট ড.মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় বিএনসিসির সামরিক প্রশিক্ষক কর্পোরাল আইনুল ইসলাম।
ক্যাডেটদের কাছে যে আশা ছিল তারা সেটা করতে পূরণ করতে পেরেছে বলে জানান তিনি। সব মিলিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বিএসসিসি প্লাটুন অন্যতম সুন্দর সময় অতিবাহিত করেছে বলে জানিয়েছে অংশগ্রহণকারী ক্যাডেটরা।