ফরিদপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘বর্তমানে বিভিন্ন নদীগুলো এক শ্রেনীর মানুষের মাধ্যমে দখল হয়ে যাচ্ছে। যার জন্য চন্দনা নদীর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না।তিনি বলেন, নদী রক্ষা করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা,,সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান, নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা বাকাইত, জেলা আনসার কমান্ডার নাদিরা বেগম,, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।