স্বপ্নের মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রার প্রথম দিনেই টিকিট মেশিন বিভ্রাট দেখা দিয়েছে। শিডিউল অনুযায়ী সকাল ৮টায় দিয়াবাড়ী থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও তা ছাড়ে সকাল সাড়ে ৮টায়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সবার জন্যে উন্মুক্ত হলো স্বপ্নের মেট্রোরেল। সকাল থেকেই আগারগাঁও স্টেশনে টিকিট সংগ্রহে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে প্রথম সকালেই আগারগাঁওয়ে স্টেশনে টিকেট কাটতে গিয়ে বিভ্রাটে পড়েছেন যাত্রীরা।
শিডিউল অনুযায়ী সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও তা ছাড়ে সকাল সাড়ে ৮টায়। কিন্তু টিকিট ছাড়ার কিছুক্ষণ পর ৮টা ৩৫ মিনিটে যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে মেশিনটি বিকল হয়ে যায়।
টিকিট কাটতে আসা এক যাত্রী জানান, ২০ মিনিট ধরে আমি কাউন্টারে দাঁড়িয়ে আছি, উনারা টিকেট দিতে পারছেন না। মেশিনগুলো নষ্ট। তাই বিকল্প হিসাবে কাউন্টার থেকে টিকেট নিতে বলা হয়েছে।
এর আগে বুধবার ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ নিশান নেড়ে মেট্রোরেলের যাত্রা শুরু করেন। যা ছিল রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন।
উল্লেখ্য, প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয় বগি বিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে। এ পর্যায়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলবে, পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। মঙ্গলবার সপ্তাহিক বন্ধ থাকবে মেট্রোরেল।