হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা : বরগুনার তালতলীতে পোকা মারার ট্যাবলেট খেয়ে ফাহিমা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলা বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া গ্রামে ওই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া গ্রামের হাছান হাওলাদারের স্ত্রী ফাহিমা বেগম পারিবারিক কলহের জের ধরে চালে পোকা দমনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।