ক্রিকেট ও ফুটবলের ভিড়ে জাতীয় খেলা হাডুডু হারিয়ে যেতে বসেছে প্রায়। কিন্তু গ্রাম বাংলায় এখনো এই খেলার সমাদর রয়েছে। তার প্রমাণ পাওয়া গেল পাঠান পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমবায় সমিতি আয়োজিত ১৬ দলীয় হাডুডু টুর্নামেন্টে। শুক্রবার (২৭ জানুয়ারি) যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ১০৭তম আসর বসে।
বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে দু’দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও বন্দবিলা ইউপি চেয়ারম্যান কমরেড সবদুল হোসেন খান, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শেখ আব্দুল হামিদ, সেনা কর্মকর্তা ফরিদুল আলম খান, যশোর খান মেটালের সত্ত্বাধিকারী আজগর আলী খান টিটো, পাঠান পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম হিরা প্রমুখ।
বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী চলা উদ্বোধনী ম্যাচে ততটা লোক সমাগম ছিলোনা। তবে দুপুর গড়াতেই দুর-দুরান্ত থেকে আসা মানুষের ঢল নামে। বিদ্যালয়ের আশপাশে বসেছিলো নানা মুখরোচক খাবারের দোকান। টুর্নামেন্টকে ঘিরে পাঠান পাইকপাড়া গ্রামের প্রতিটি বাড়িতে মেয়ে জামাইসহ নিকটাত্মীয়-স্বজনরা এসেছেন খেলা দেখতে। পুরো গ্রামজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
হাডুডু খেলা দেখতে আসা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান বলে, ‘জীবনে প্রথমবার এমন খেলা দেখতে এসে আমি খুব খুশি। প্রতিবছর যেন এই আয়োজন চলে।’
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বন্দবিলা ইউপি চেয়ারম্যান কমরেড সবদুল হোসেন খান বলেন, ‘এখন সচরাচর আর হাডুডু খেলা দেখা যায় না। প্রায় হারিয়েই যেতে বসেছে। আমাদের গ্রামের পূর্ব পুরুষেরা ১০৭ বছর আগে এই খেলার প্রথম আয়োজন করে। বর্তমান প্রজন্ম আমরা সেই ধারাবাহিকতা এখনো ধরে রেখেছি।’
এদিকে, নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম হাডুডু দল ২-০ গোলে মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর হাডুডু দলকে পরাজিত করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৭০ হাজার ও রানার্সআপ দলকে ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।