বাগেরহাটের শরণখোলায় দরিদ্র গ্রাহকদের মাঝে কম্বল বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক। বুধবার (১১জানুয়ারি) বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত গ্রাহকের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের কর্মকর্তা ও সহকর্মীরা।
কম্বল বিতরণকালে ব্যাংকের রায়েন্দা শাখার অডিট দলনেতা আরিফুজ্জামান ও শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম সঙ্গে ছিলেন।
শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকের পিরোজপুর জোনের মোরেলগঞ্জ এরিয়ার পক্ষ থেকে শরণখোলা উপজেলার রায়েন্দা, ধানসাগর, সাউথখালী ও মোরেলগঞ্জের নিশানবাড়িয়া শাখার মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়।
প্রথমপর্যায় ব্যাংকের ২০ জন প্রান্তিক গ্রাহককে কম্বল দেওয়া হয়।