বাগেরহাটের শরণখোলায় ট্রাকের চাপায় মানসিক ভারসাম্যহীন (পাগল) এক যুবক (৩০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজার ফেরিঘাট সড়কে। শান্তপ্রকৃতির নিহত যুবককে দীর্ঘদিন ধরে পাগল বেশে উপজেলা সদর রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।
ঘটনার সময় ওই যুবক সড়কসংলগ্ন শহীদদের কবরস্থানের পাশে ঘুমিয়ে ছিলেন। এসময় শহীদ মিনার হ্যান্ডলিং ঘাটে মাল খালাস করে একটি ট্রাক ঘুরিয়ে যাওয়া সময় তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শী ভাসমান চানাচুর বিক্রেতামো. শাহিন মিয়া জানান, পাগলটি কবরস্থানের দেয়ালের পাশে শুয়ে ছিল। খালি ট্রাকটিও ওই পাগলের পাশে দাঁড় করা ছিল। কিছুক্ষণ পর ট্রাকটি ঘুরিয়ে যাওয়ার সময় তাকে চাপা দিয়ে চলে যায়।
শহীদ মিনার ঘাটের শ্রমিক সরদার ফিরোজ শেখ জানান, খুলনা থেকে বিভিন্ন মালামাল নিয়ে সকালে কয়েকটি ট্রাক এসেছে। মাল খালাস করে আবার চলে গেছে। এখন কোন ট্রাকে চাপা দিয়েছে তা তারা বলতে পারছেন না।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কেয়া মনি জানান, যুবকের মাথা থেঁতলে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, হাসপাতাল থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।