বাগেরহাটের শরণখোলার পশ্চিম কদমতলা গ্রামে মাছ ধরা জালে ধরা পড়েছে বিশাল এক অজগর। বাড়ির পাশের খাল জেলে হারুন খলিফার পেতে রাখা জালে জড়িয়ে পড়ে অজগরটি। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে জাল তুলতে গিয়ে এ অবস্থা দেখে জালসহ অজগরটি বাড়িতে নিয়ে আসেন ওই জেলে।
পরে বন সুরক্ষায় নিয়োজিত ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যদের খবর দিলে তারা দুপুর ১২টার দিকে এসে জাল থেকে অজগরটি ছাড়িয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
১০ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানিয়েছেন ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার।
জেলের বরাত দিয়ে ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, জেলে হারুন খলিফা তার বাড়ির পাশের খালে জাল পেতে নিয়মিত মাছ ধরেন। গত বুধবার বিকেলে একই নিয়মে খালে জাল পেতে রাখেন আসেন। সকালে জাল তুলতে গিয়ে অজগরটি জড়ানো অবস্থায় দেখতে পান। কিন্তু একটি মাছও ছিলনা জালে। হয়তো সমস্ত মাছ খেয়ে জালে জড়িয়ে পড়ে অজগরটি।
আলম হাওলাদার জানান, জেলে হারুন খলিফা অজগরসহ জাল তুলে বাড়িতে এনে তাদেরকে খবর দেন। পরে টাইগার টিমের সদস্য সাগর হাওলাদারকে সঙ্গে নিয়ে অজগরটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান তারা।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, সুন্দরবন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পশ্চিম কদমতলা গ্রাম থেকে অজগরটি উদ্ধার করেছেন ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যরা।
১০ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজি ওজনের অজগরটি দুপুর ১টার দিকে রেঞ্জ অফিসের পাশের বনে অবমুক্ত করা হয়েছে।