প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে(২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। এতে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান সংবাদ সম্মেলনে জানান, এই পর্যন্ত উপজেলায় ৩৩৫টি “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মান করে দেওয়া হয়েছে। আগামী ৯ আগষ্ট আরো ৮৮ জন “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হলে এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা যাবে এবং সর্বমোট “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা হবে ৪২৩ জন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহগুলো হস্তান্তর করবেন। উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল, খতিয়ান ও সার্টিফিকেট প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুজ্জান, উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লা আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, সাংবাদিক ফকির এ মতিন, আতাউর রহমান মিন্টু, রফিকুল ইসলাম খান, তোফাজ্জল হোসেন, রুকুন উদ্দিন সবুরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।