ময়মনসিংহের গফরগাঁওয়ে বিজ্ঞ আদালত ও থানায় দায়েরকৃত বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । আজ রবিবার (৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গফরগাঁও থানা পুলিশের একাধিক টিম শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আদালত ও থানায় দায়েরকৃত সিআর ও জিআর মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শিলাসী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. কাইয়ুম, যশরা গ্রামের ইছুব আলীর ছেলে এমদাদুল হক, উথুরী গ্রামের আবুল বাশারের ছেলে মো. শিহাব, একই গ্রামের আবুল ফজলের স্ত্রী মাফিয়া খাতুন, চরআলগী নিধিয়ার চর ভাটি পাড়া গ্রামের বাদল মিয়ার ছেলে ফকরম্নল, ঘাগড়া গ্রামের মৃত আবুল বাশার ওরফে দুলাল ঢালীর ছেলে রফিক ঢালী, ভারইল গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে খোকন মিয়া, রাঘাইচটি গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহফুজ, পাঁচুয়া গ্রামের সাদত খাঁ’র ছেলে হাফিজুল খাঁ ও ভরভরা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. তানভীর।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, থানা ও আদালতে দায়েরকৃত জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।