ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ও সরকারের উন্নয়ন প্রচারে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে।
বুধবার (১৯ জুলাই) বিকেলে পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে শুভাযাত্রা শুরু হয়ে সালটিয়া, যশরা, রাওনা, রসুলপুর, বারবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলের নেতৃত্বে প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাকিব মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন তানভীর, কলেজ শাখা ছাত্রলীগের শাহরিয়ার সিমান্ত, সাব্বির হোসেন, নাজমুল হাসন রিবানসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।