ময়মনসিংহের গফরগাঁওয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেছে পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার (৯ জুলাই) পৌর শহরের ৬নং ওয়ার্ডের বিভিন্ন গলিতে এই কার্যক্রম চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্র লীগের সভাপতি সাকিব মাহমুদ সিয়াম, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন তানভীর সহ পৌর ছাত্র লীগের নেতৃবৃন্দ।
পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মাহমুদ সিয়াম বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রিয় নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের পক্ষে সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে ‘।