বরগুনা জেলার তালতলীর একটি খাল থেকে সাফিয়া বেগম (৫০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ওই নারী দক্ষিণ নলবুনিয়া গ্রামের আলম বয়াতীর স্ত্রী ও একই এলাকার মৃত নিহাল উদ্দিন চৌকিদারের মেয়ে।
বুধবার (৫ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে সন্তানের পায়ের নুপুর তৈরি করার টাকা জোগাড় করতে বাড়ি থেকে বের হন। তখন থেকেই নিখোঁজ ছিলেন সাফিয়া বেগম। এদিন দক্ষিণ নলবুনিয়ার একটি খালে ওই নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তালতলী থানা পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরেই তাকে কেউ হত্যা করে খালে ফেলে দিয়েছে।
এটা হত্যা নাকি আত্মহত্যা অথবা কিভাবে মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে বলতে পারছেন না কেউই।
খবর পেয়ে তালতলী থানার ওসি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে ময়না তদন্তের জন্য বরগুনায় মর্গে পাঠিয়েছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে নিহতের পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।