জনগণের সেবক শুধু কথায় নয়, এবার কাজেই প্রমাণ করলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দুই নম্বর খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন। জনদুর্ভোগ লাঘবে শুক্রবার (১১আগস্ট) দুপুরে নিজেই খালে নেমে আটকে থাকা কচুরিপানা সরালেন তিনি। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। প্রসংশায় ভাসছেন চেয়ারম্যান মহিউদ্দিন।
পানি উন্নয়ন বোর্ডের বান্দাঘাটার স্লুইস গেটটি খুলে দেওয়ায় উপজেলা পরিষদের সামনের খালে সমস্ত কচুরিপানা নেমে আসে। সেসব কচুরিপানা রায়েন্দা খালের কাঠের সেতুর পিলারের সঙ্গে আটকে বিশাল ঢিবির সৃস্টি হয়। এতে পানিপ্রবাহ বাধগ্রস্ত হয়ে ঝুঁকির মধ্যে পড়ে যায় সেতুটি। কচুরিপানার চাপে সেতুটির লোহা ও কাঠের পিলার বেঁকে একদিকে হেলে পড়ার উপক্রম হয়।
এমন খবর জানতে পেরে খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। একপর্যায়ে তিনি নিজেই খালে নেমে সরাতে থাকেন কচুরিপানা বিশাল স্তুপ। তার দেখাদেখি খালে নেমে পড়েন তার পরিষদের কয়েকজন মেম্বর, দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন। প্রায় ঘন্টাখনেক চেষ্টার পর কচুরিপানা সরিয়ে সেতুটি ঝুঁকিমুক্ত করতে সক্ষম হন চেয়ারম্যান।
সরেজমিনে দেখা যায়, লুঙ্গি পরা ও সাদা স্যান্ডোগেঞ্জি গায় চেয়ারম্যান মহিউদ্দিন। গলা সমান পানিতে নেমে টেনে টেনে সরাচ্ছেন কচুরিপানা। সঙ্গে কয়েকজন মেম্বর, দলীয় নেতাকর্মীসহ অর্ধশতাধিক লোক তারাও কাজ করছেন। এই দৃশ্য দেখতে সেতুর ওপর এবং খালের দুই পাড়ে শত শত উৎসুক মানুষ ভিড় করে চেয়ারম্যানকে বাহবা দিচ্ছেন।
চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, বান্দাঘাটার স্লুইস গেট খুলে দেওয়ায় উপজেলা পরিষদের সামনের খালের কচুরিপানা নেমে এসে সেতুর পিলারে আটকে যায়। কচুরিপানার চাপে সেতুটি হেলে পড়ছিল। সেতুটি ভেঙে পড়লে চরম জনদুর্ভোগ সৃষ্টি হতো। তাই সেতুটি রক্ষায় নিজেই খালে নেমে পড়ি।
ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বরেন, গত ২৯ জুলাই সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার অভ্যন্তরিণ ২২ কিলোমিটার খালে ১২বছর ধরে জমে থাকা কচুরিপানা অপসারণের কার্যক্রম শুরু হয়। ওই সময় একদিনে পাঁচ সহস্রাধিক মানুষের সেচ্ছশ্রমের মাধ্যমে প্রায় অর্ধেক পরিমান কচুরিপানা উত্তোলনে সক্ষম হই আমরা। বাদবাকি কচুরিপানা নবাগত ইউএনও মো. জাহিদুল ইসলাম শামীমের নেতৃত্বে বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে অপসারণ শুরু করেছি।