ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রহি আহম্মেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বাংলাদেশ চিনি করপোরেশনের কর্মচারী ও রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ইউনিয়নের এমাতপুর গ্রামের মনিরুল ইসলামে ছেলে। তবে সে কোন চিনিকলে কর্মরত ছিল তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, মোবারকগঞ্জ চিনিকলের সামনে একটি ট্রাকের চাপায় সে ঘটনান্থলেই মারা যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা ট্রাক চাপায় নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।