গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মধ্যবাজারস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল সভাপতির বক্তব্যে বলেন, বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার নিদর্শন। কারণ ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন পরবর্তী বাংলার ইতিহাস দ্রুত এক দফা তথা স্বাধীনতার পথে ধাবিত হয়। ঐতিহাসিক ৬ দফার ভিত্তিতেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে।