ব্যাটারীচালিত ভ্যানগাড়ির উপার্জনে সংসার চলে বাগেরহাটের শরণখোলার দৃষ্টি প্রতিবন্ধী শহিদুল হাওলাদারের (৫০)। তার সেই ভ্যানটি নিয়ে গেছে চোরেরা। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রতিবন্ধী শহিদুল। মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই ভ্যান চুরির ঘটনাটি ঘটে।
শহিদুল হাওলাদার জানান, ওইদিন সন্ধ্যার পর নিজের ভ্যানে করে হাসপাতালে চিকিৎসাধীন তার এক আত্মীয়কে খাবার দিতে যান তিনি। ভ্যানগাড়িটি হাসপাতালের নিচে রেখে ওপরে ওঠেন খাবার নিয়ে। কিছুক্ষণ পর নিচে নেমে ভ্যানটি আর সেখানে পাননি। বিভিন্ন স্থানে খুঁজেও আর সন্ধান মেলেনি ভ্যানটির।
শহিদুল জানান, বাম চোখে মোটেও দেখতে পাননা। ডান চোখে হালকা ছানি পড়েছে। ভারি কোনো কাজ করতে না পারায় দুই বছর আগে ব্র্যাক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে এই ব্যাটারীচালিত ভ্যান গাড়িটি কিনেছেন। ব্যাটারী নষ্ট হওয়ায় তিন মাস আগে আরো ৩০হাজার টাকা ঋণ নিয়ে নতুন ব্যাটারী লাগিয়েছেন। এই ভ্যান চালিয়ে ঋণের কিস্তি শোধ করে সংসার ও ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ যোগাতেন। কিন্তু তার সেই উপার্জনের পথটিও এখন বন্ধ হয়ে গেছে। এখন কিভাবে সংসার খরচ ও ঋণের কিস্তি দিবেন সেই চিন্তায় প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি ভ্যানটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতার দাবি জানিয়েছেন।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, ওইসময় হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অন্ধকারে চোর সনাক্ত করা যায়নি। দরিদ্র শহিদুলের ভ্যানগাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।