লাল-সবুজ কাপড়ে তৈরি সুসজ্জিত মূল মঞ্চ। চারিদিকে উড়ছে শত শত রঙিন বেলুন। পাশেই বসানো হয়েছে দৃষ্টিনন্দন একটি স্টল। সেখানে তুলে ধরা হয়েছে, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও সংগ্রামমুখর জীবনের নানা দিক। বাদ যায়নি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্টদের আত্মদান এবং সেক্টর কমান্ডারদের বীরত্বগাথা। স্টলের সামনে টেবিলে শোভা পাচ্ছে বাংলা ভাষা, মাটির তৈরি বিভিন্ন পশু-পাখি ও ফলমূলসহ নানা শিখন উপকরণ। সেখানে ভিড় করছেন ক্ষুদে শিক্ষার্থীরা আর পরম আগ্রহে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন শিক্ষকেরা। যশোরের বাঘারপাড়ায় বই বিতরণ উৎসবে ‘দর্পণ’ নামের এমনই একটি স্টল নজর কেড়েছে সবার।
রোববার (০১ জানুয়ারি) এই উৎসবকে ঘিরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠান করা হয়। এ বছরে টিপিএম খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদযাপন করা হয় উপজেলার বই উৎসব। এতে চন্ডিপুর ক্লাস্টারের বন্দবিলা ইউনিয়নের ১৩টি প্রাথমিকের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিন সকালে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন। ঝকঝকে চাররঙা নতুন বই পেয়েই প্রাথমিক স্তরের শিশুরা উল্টেপাল্টে দেখেছে- কী কী আছে ভেতরে। এ সময় তাদের উচ্ছ্বাস আর উল্লাসে মুখর হয়ে ওঠে বিদ্যাপীঠ।
এর আগে শিক্ষকেরা অনুষ্ঠানে অংশ নেওয়া উচ্ছ্বাসিত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ‘প্রদীপন’ নামের শিক্ষক সহায়িকার মোড়ক উন্মোচন করা হয়।
শুধু বাঘারপাড়া উপজেলাই নয়, এই সহায়িকা কোভিড-১৯ পরবর্তী দেশের সকল শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে একটি ধারায় আনতে সক্ষম হবে। জাতীয় কারিকুলামের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে প্রদীপন। এটি তৈরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসানকে সহযোগিতা করায় অনুষ্ঠানে ৫ জন প্রধান শিক্ষককে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ইউএনও সৈয়দ জাকির হাসান, ইউএনও’র সহধর্মিণী যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক শাহিনুর আক্তার, জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি রুবেল রানা, টিপিএম খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাকিয়া সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠন লাল-সবুজ’র সাধারণ সম্পাদক এস এম আরিফ। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বই বিতরণ উৎসবের সমাপ্তি হয়।