যশোরের মনিরামপুরে ইজিবাইকের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারিয়া খাতুন (৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে উপজেলার ঢাকুরিয়া তালতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।
মারিয়া ঢাকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।সে স্থানীয় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, মারিয়ার বাড়ির পাশের মফিজুর রহমান নামে একজন ইজিবাইক চালান। তিনি নিয়মিত সকালে যশোরে যাত্রী টানতে যাওয়ার পথে মারিয়াসহ আশপাশের দুই-তিন জন শিক্ষার্থীকে স্কুলে নামিয়ে দেন। আজ সকালে মারিয়া গায়ে চাদর জড়িয়ে ওই ইজিবাইকে চড়ে স্কুলে যাচ্ছিল। বাইকটি ঢাকুরিয়া তালতলা নামক স্থানে পৌঁছালে চাদর ইজিবাইকের ইঞ্জিনে জড়িয়ে মারিয়ার গলায় ফাঁস লাগে। এতে ইজিবাইকের মধ্যে তাঁর মৃত্যু হয়।
মনিরামপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।