বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল (০১৩২২৮৮৪১৮৯) নম্বর ক্লোন করে বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করছে একটি প্রতারকচক্র। ইতোমধ্যে এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ইউএনও’র নামে সাড়ে ছয় হাজার টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।
ইউএও মো. নূর-ই আলম সিদ্দিকী বিষয়টি জানতে পেরে রবিবার (৫মার্চ) দুপুরে ‘ইউএনও শরণখোলা’ নামে ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে সরকারি নম্বর ক্লোন হওয়ার বিষয়টি অবহিত করেছেন সবাইকে। কেউ যেনো টাকাপয়সা দিয়ে প্রতারনার শিকার না হন সেব্যাপরেও সতর্ক করেছেন ইউএনও।
ইউএনও নূর-ই আলম সিদ্দিকী বলেন, শনিবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেনর কাছে তার সরকারি নম্বর থেকে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চেয়ারম্যান কিছু বুঝে ওঠার আগেই তার কাছে থাকার সাড়ে ছয় হাজার টাকা প্রতারকদের দেওয়া অন্য একটি বিকাশ নম্বরে দিয়ে দেন। তিনি আজ (রবিবার) সকাল ১০টার দিকে অফিসে এসে আমাকে জানানোর পর নম্বর ক্লোন হওয়ার বিষয়টি বুঝতে পারি।
ইউএনও বলেন, এভাবে আরো বেশ কয়েকজনের কাছে সরকারি নম্বর থেকে আমার নামে চাঁদা দাবি করা হয়েছে বলে শুনেছি। এর পর আমি ফেসবুকে পোস্ট করে কেউ যেনো প্রতারনার শিকার না হন সেব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছি। প্রতারকচক্রকে সনাক্ত করার চেষ্টা চলছে।
প্রতারনার শিকার সাউথখালী ইউপির চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসের বলেন, ইউএনওর সরকারি নম্বর থেকে কল করে আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করে ০১৬০২৬০২১০৩ এই নম্বরের বিকাশ একাউন্টে পাঠাতে বলেন। জরুরী প্রয়োজনের কথা বলা হয়। তখন আমি বলি আমার কাছেতো এইমুহুর্তে এতো টাকা নেই। তাৎক্সণিকভাবে বুঝতে না পেরে কাছে থাকা ছয় হাজার ৫০০টাকা প্রতারকের দেওয়া বিকাশে পাঠিয়ে দিই। সকালে অফিসে এসে ইউএনও সাহেবকে জানানোর পর প্রতারনার বিষয়টি বুঝতে পারি।