ফরিদপুরের ভাঙ্গায় নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে রুহুল আমিন (৩০) নামে এক রোগির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশ ক্লিনিকে মারুফ শাহরিয়ার নামে এক চিকিৎসক এ অপারেশন করেন।
এ ঘটনার পর মরদেহ ফেলে রেখে ক্লিনিকটি বন্ধ করে পালিয়েছে প্রতিষ্ঠানটির মালিক ও ওই চিকিৎসক।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুরের ভাঙ্গার দেশ ক্লিনিক নামের একটি ক্লিনিক এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম। পলিপাসের অপারেশনে মৃত্যু হওয়া রুহুল আমিন উপজেলার ত্রিপাগদী এলাকার আব্দুর রব মাতুব্বরের ছেলে। এ ঘটনায় ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছে রোগির স্বজনরা।
নিহতের স্বজন আলমাস কবীর বলেন, মো. মারুফ শাহরিয়ার নামে এক চিকিৎসক ভাঙ্গা সদরে অবস্থিত দেশ ক্লিনিক নামের একটি ক্লিনিকে প্রতি শুক্রবারে অপারেশন করেন। গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রুহুল আমিনকে নিয়ে নাকের পলিপাসের অপারেশন করাতে যায় তার স্বজনরা। পরে চিকিৎসক আজ (শনিবার) ভোরে তার নাকের অপারেশন করতে নিয়ে যায়। অপারেশন শেষ হলেও তারা আমাদের সাথে কোন প্রকার কথা বলেনি। আমরা রোগির খোঁজ নিতে গেলে জানাযায় তার মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকের কাউকে খুঁজে পাওয়া যায়নি। ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায় মালিক-কর্মচারী ও চিকিৎসক।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির বলেন, ঘটনাটি মৌখিকভাবে আমি শুনেছি। তবে, রোগির স্বজনদের পক্ষ থেকে কেউ আমাকে মৌখিক কিংবা লিখিত কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ফরিদপুরের সিভিল সার্জনের সাথে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে রুহুল আমিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে- এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ক্লিনিকটি বন্ধ পাই। এ ঘটনায় স্বজনকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’