ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাজীপুর মেট্রোপলিটন বাসন এলাকা এবং গফরগাঁও থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
তারা হলেন, উপজেলার উথুরী গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মোহন মিয়া (২৪), জামাল উদ্দিনের ছেলে আনছারুল (২১), গফরগাঁও গ্রামের মৃত সামছুল হুদার ছেলে শরীফ (২৪) এবং শেরপুর জেলায় শ্রীবরদী থানার হেরোয়া চরাবর গ্রামের জমশেদ আলীর ছেলে মোবারক হোসেন (২৮)।
এছাড়াও পুলিশ ৩৪ ধারায় অপর ১ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, চোরাই অটোরিকশা উদ্ধারসহ চক্রের ৪ সদস্যকে এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ১ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।